Thursday, December 18, 2025

কলকাতায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৫ মাসের শিশুর

Date:

Share post:

মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল পাঁচ মাসের শিশুর। শুক্রবার হরিদেবপুরের ওই শিশুটির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, জন্ম থেকেই হার্টের অসুখে ভুগছিল শিশুটি। অস্ত্রোপচারও হওয়ার কথা ছিল। কিন্তু ভাইরাস আক্রান্ত হওয়ায় তা পিছিয়ে যায়। বাড়িতেই রাখা হয়েছিল শিশুটিকে। গতকাল, শুক্রবার তার মৃত্যু হয়।

শিশুটির পরিবার জানিয়েছে, হার্টের অসুখের জন্য বেশ কিছু দিন মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে শিশুটির চিকিৎসা হয়েছিল। তারপর ছেড়ে দেওয়া হয়। অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি চলছিল। এর মধ্যেই প্রবল জ্বরে আক্রান্ত হয় চার মাস ২৯ দিন বয়সী শিশুটি। লালারসের নমুনা পরীক্ষার পর রিপোর্ট আসে পজিটিভ। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তার। শিশুটির বাবা জানিয়েছেন, শুক্রবার সন্ধেবেলা অবস্থার অবনতি হয়। তাঁরা যোগাযোগ করেন মুকুন্দপুরের ওই হাসপাতালের সঙ্গে। কিন্তু সেখানে করোনা চিকিৎসা হচ্ছে না। তাই সেখানে ভর্তি নেওয়া যাবে না শিশুটিকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষই যোগাযোগ করে স্বাস্থ্য ভবনের সঙ্গে। তারা অন্য একটি হাসপাতালে নিয়ে যেতে বলে শিশুটিকে। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে শিশুটির।

যে হাসপাতালে শিশুটিকে বাড়ির লোক নিয়ে গিয়েছিলেন তারাই ডেথ সার্টিফিকেট দিয়েছে।  ওই হাসপাতালের মর্গেই রাখা রয়েছে শিশুটির দেহ। আজ মৃত শিশুটির দেহ কলকাতা পুরসভার হাতে তুলে দেওয়ার কথা। তারপর তার শেষকৃত্য হবে।

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...