প্রেমের বাধা সীমান্তের কাঁটাতার, জ্ঞান হারিয়ে হাসপাতালে প্রেমিক

কথা ছিল কাঁটাতার পেরিয়ে তিনি পৌঁছে যাবেন প্রেমিকার কাছে। সেই লক্ষ্যেই মহারাষ্ট্রের যুবক ১২০০ কিলোমিটার পথ পেরিয়েছেন। কিন্তু শরীরের ক্লান্তিতে তা হয়ে উঠল না। গুজরাতের কচ্ছ এলাকায় পাকিস্তান সীমান্তের কাছে জ্ঞান হারিয়ে ফেললেন। বিএসএফ জওয়ানরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মহারাষ্ট্রের ওসামাবাদের বাসিন্দা ২০ বছরের যুবক সিদ্দিক্কি মহম্মদ জিশান। ফেসবুকে তাঁর সঙ্গে পরিচয় হয় পাকিস্তানের করাচির এক তরুণীর। সেখান থেকে সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। কিন্তু ফোনে কথাবার্তা হলেও দুজনের দেখা হয়নি। তাই দেখা করতে গুগল ম্যাপের উপর ভরসা করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছেন মহারাষ্ট্রের যুবক। কিন্তু সঙ্গ দিল না শরীর। ১২০০ কিলোমিটার পথ পেরোনোর পর যুবকের শরীরে ডি-হাইড্রেট হয়ে যায়। জ্ঞান হারান তিনি।

এদিকে ছেলে কোথায় তা জানেন না বাবা-মা। যুবকের খোঁজে মহারাষ্ট্র পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করে পুলিশ। দেখা যায়, গুজরাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছাকাছি রয়েছেন তিনি। এরপর বিএসএফ এর সাহায্যে খোঁজ পাওয়া যায় জিশানের।

Previous articleফোন নম্বর ডিলিট হয়েছে? এবার তা রিকভার করা যাবে সহজেই
Next articleকলকাতায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৫ মাসের শিশুর