ফোন নম্বর ডিলিট হয়েছে? এবার তা রিকভার করা যাবে সহজেই

ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর এবার রিস্টোর করা যাবে সহজেই। এই ফিচারটি নিয়ে এসেছে গুগোল কন্টাক্টস।

গুগোল কন্টাক্টস-এর এই ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘Trash’। গুগোল কন্টাক্টস-এর সাইটে গিয়ে ‘Other contacts’-এর নীচে ‘Trash’ অপশনটি রয়েছে। যে সব ফোন নম্বর ডিলিট হয়েছে সমস্ত নম্বর পাওয়া যাবে এর মধ্যে। সঙ্গে এটাও জানা যাবে যে ফোন নম্বরটি অ্যাপ থেকে ডিলিট হয়েছিল না ওয়েবসাইট থেকে। ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর ৩০ দিনের মধ্যে রিকভার করা সম্ভব। এখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকে – ‘Delete Forever’ বা ‘Recover’। এই দুটি অপশনের মধ্যে বেছে নিতে হবে যে কোনও একটি। এরপর নম্বরগুলি যেখান থেকেই ডিলিট হয়ে থাকুক না কেন সেটি রিকভার করা সম্ভব।

গুগল জানিয়েছে, এই ফিচারটি আপাতত Google Contacts-এর ওয়েবসাইটেই রয়েছে। আগামী কিছু সপ্তাহের মধ্যে একটি ‘G Suite’ ব্যবহারকারী আর পার্সোনাল গুগল অ্যাকাউন্টের জন্য রোল আউট করা হবে।

Previous articleকেরলে গোষ্ঠী সংক্রমণ হয়েছে, নিজেই জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ন
Next articleপ্রেমের বাধা সীমান্তের কাঁটাতার, জ্ঞান হারিয়ে হাসপাতালে প্রেমিক