কেরলে গোষ্ঠী সংক্রমণ হয়েছে, নিজেই জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ন

করোনায় যে রাজ্য পথ দেখিয়েছিল, সেই রাজ্যে এবার জোরদার করোনা হামলা।কেরলে গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দেশের মধ্যে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিলেন। এর আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী গোষ্ঠী সংক্রমণের আশঙ্কার কথা বলেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তা উড়িয়ে দেয়।

উপকূলের জেলা তিরুবনান্তপুরমের দুটি গ্রাম পুল্লুভিলা ও পুনথুরায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থার জন্য কেরল সরকার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট সেন্টার ফের নতুন করে তৈরি করা শুরু করেছে। উপকূল এলাকায় ফের টোটাল লকডাউন করা হয়েছে। প্রায় প্রত্যেকটি জেলাতেই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিরুবনান্তপুরমে সবচেয়ে বেশি। তারপরেই এর্নাকুলাম। শুক্রবার পর্যন্ত কেরলে আক্রান্তের সংখ্যা ১১,০৬৬। তারমধ্যে ৬০২৯ জনের দেহে রয়েছে সংক্রমণের নানা উপসর্গ। শুধু শুক্রবারেই ৭৯১জন আক্রান্ত হয়েছেন। ৪২ জনের সংক্রমণের কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি।

Previous articleঅমিত শাহ-ফড়নবিশ বৈঠক ঘিরে প্রবল জল্পনা, এবার কি তাহলে মহারাষ্ট্র?
Next articleফোন নম্বর ডিলিট হয়েছে? এবার তা রিকভার করা যাবে সহজেই