আজ কুলটি-আসানসোলে মমতা, পূর্ব বর্ধমান-বীরভূমে জনসভা অভিষেকের

দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) শুক্রবারই শেষ হয়েছে। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের ঘাসফুল শিবির। শনিবার তীব্র দাবদাহ উপেক্ষা করেই আসানসোলে (Asansol ) লোকসভা ভোটের (Loksabha Election) প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এদিন জোড়া জনসভা রয়েছে। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হার হয়ে প্রচার করবেন তিনি। ওই কেন্দ্রে শত্রুঘ্নের লড়াই বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে। এদিন মমতার একটি সভা রয়েছে কুলটিতে। অন্যটি রয়েছে ঊষাগ্রাম বয়েজ় স্কুলের মাঠে।

তবে এদিন শুধু মমতাই নন রোদের প্রখর তাপকে অগ্ৰাহ্য করে জোড়া প্রচারসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। প্রথম সভাটি রয়েছে পূর্ব বর্ধমান লোকসভার জামালপুরে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার। অন্যদিকে অভিষেকের দ্বিতীয় সভাটি হবে দুবরাজপুরে। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে তাঁর সভা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। আগামী ৭ মে ত‌তীয় দফার ভোটগ্ৰহণ। বাংলার ৩ আসন মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও মুর্শিদাবাদে ভোটগ্ৰহণ হবে। তবে শনিবাসরীয় সভা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।

Previous articleফের হার কলকাতার, পাঞ্জাবের কাছে ৮ উইকেট হারল শ্রেয়স আইয়রের দল
Next articleশোকজ নোটিশ ধরিয়ে কড়া পদক্ষেপের ‘সুপ্রিম’ হুঁশিয়ারি! লোকসভা ভোটের আবহে বড় বিপাকে কল্যাণ