Tuesday, August 26, 2025

পুনে, হায়দরাবাদের পরিস্থিতি কিছুটা স্বস্তির । তবে এবার নাকি সংক্রমনের নতুন কেন্দ্র বেঙ্গালুরু!
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, মেট্রো শহরগুলিতেই আক্রান্তের সংখ্যা বেশি। কয়েক দিন আগে পর্যন্ত দিল্লি, মুম্বই, চেন্নাই ও আহমেদাবাদে সংক্রমণ বেশি বাড়ছিল। অর্থাৎ এই শহরগুলি সংক্রমণের কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে সেইসব শহরে সংক্রমণ কমছে। তার বদলে বেঙ্গালুরু, পুনে ও হায়দরাবাদ সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠছে বলে খবর।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদপত্র একটি রিপোর্টে জানিয়েছে, বেঙ্গালুরুতে গত মাসে প্রতিদিন গড়ে ১২.৯ শতাংশ হারে সংক্রমণ বেড়েছে। শুধুমাত্র সংক্রমণ বেড়ে যাওয়া নয়, মৃত্যুর পরিমাণও বেড়েছে কর্নাটকের এই শহরে। গত এক মাসে বেঙ্গালুরুতে প্রতিদিন গড়ে ৮.৯ শতাংশ হারে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গত মাস থেকে দেখা যাচ্ছে শহর এলাকার মধ্যেই সংক্রমণের কেন্দ্র স্থান পরিবর্তন করছে। যেমন, গত এক মাস ধরে মুম্বইয়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা কমছে, কিন্তু পুনেতে তা প্রতিদিন বাড়ছে। বর্তমানে পুনে ও থানে জেলায় আক্রান্তের সংখ্যা মুম্বইয়ের থেকে বেশি হচ্ছে। তেমনই আহমেদাবাদে সংক্রমণের বৃদ্ধি অনেকটাই ধীরগতিতে হচ্ছে। সেই তুলনায় সুরাতে সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। ঠিক তেমনই চেন্নাইয়ে সংক্রমণের হার কমছে। কিন্তু বেঙ্গালুরু ও হায়দরাবাদে তা বাড়ছে।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, প্রতি ১০০ জন আক্রান্তের নিরিখে মৃত্যুর সংখ্যা হিসেব করলে দেখা যাবে সবার উপরে রয়েছে আহমেদাবাদ। তারপরেই রয়েছে মুম্বই ও কলকাতা। জনসংখ্যার হিসেবে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি চেন্নাইয়ে। এখানে প্রতি ১০ লাখ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ৮৫৯৫ জন। তারপরেই রয়েছে মুম্বই, পুনে ও দিল্লি। প্রতি ১০ লাখ জনসংখ্যায় মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি মুম্বই শহরে। এই শহরে প্রতি ১০ লাখ জনসংখ্যায় ৩৪৫ জনের মৃত্যু হয়েছে।

এই সংক্রমণের কেন্দ্র বদলের কারণ হিসেবে বলা হয়েছে, যে শহরগুলিতে আগে সংক্রমণ বাড়ছিল, সেখানে কড়া লকডাউন মেনে চলা হয়েছে। সেইসঙ্গে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। ফলে ধীরে ধীরে সংক্রমণ কিছুটা কমেছে। কিন্তু অন্য শহরে, যেখানে আগে সংক্রমণ কিছুটা কম ছিল, সেখানে নজরদারি কম হওয়ায় ফের সংক্রমণ বাড়ছে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version