আজ, শনিবার, বেলা ১১টায় নিশ্চিত ভাবেই সবার নজর থাকবে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ফেসবুক-লাইভের দিকেই৷

একুশে জুলাইয়ের ২দিন আগে আজ ফেসবুক লাইভে এসে বিশেষ বার্তা দিতে চলেছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়৷
গত জুন মাসে ‘বাংলার যুবশক্তি’ নামে যে উদ্যোগ শুরু হয়েছে, আজ, সেই উদ্যোগের প্রথম কর্মসূচিও ঘোষণা করতে পারেন অভিষেক৷ এ পর্যন্ত প্রায় ৫ লক্ষ যুবক-যুবতী এই উদ্যোগে সামিল হয়েছেন বলে দাবি করেছে তৃণমূল যুব কংগ্রেস ৷ আজ তাদের জন্য প্রথম ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে৷

রাজনীতির চেনা ছকের বাইরে গিয়ে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের এই উদ্যোগ রাজ্যের তরুণ প্রজন্মের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও নিবিড় করবে বলেই রাজনৈতিক মহলের ধারনা৷

আজকের লাইভে অভিষেক বন্দোপাধ্যায় একুশে জুলাইয়ের প্রস্তুতি ও ওইদিন দলের কর্মীরা ঠিক কোন দায়িত্ব পালন করবেন, তাও ঘোষণা করতে পারেন৷
