Tuesday, August 26, 2025

ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দামও। অনেকেই ভাববেন পেট্রোল ডিজেলের দামের সঙ্গে সবজির দামের সম্পর্ক কী? আসলে পরিবহনের প্রভাব পরছে সবজির দামের ওপর। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই খরচ বাড়ছে পরিবহনের। আর তারই প্রভাব এসে পড়ছে খাদ্যদ্রব্যের ওপর। এতে মাথায় হাত মধ্যবিত্তের।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও দেশের বাজারে বেড়েই চলেছে তেলের দাম ৷ গত কয়েকদিনে দাম বেড়েছে ডিজেলের ৷ তবে পেট্রোলের দাম স্থির রয়েছে আপাতত ৷ শনিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০.৪৩ টাকায় অপরিবর্তিত রয়েছে ৷ তবে ডিজেলের দাম ১৭ পয়সা প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮১.৫২ টাকা ৷ এর জেরে দিল্লিতে ডিজেলের দাম রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে ৷

প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ নতুন দাম লাগু করা হয় সকাল ৬টা থেকে ৷ পেট্রোল ও ডিজেলের যা দাম তাতে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করে তার প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় উপভোক্তাদের ৷

অনেকেই মনে করছেন যে ভাবে ডিজেলের দাম বাড়ছে তার প্রভাব এবার সবজি রদামের উপর পড়তে চলেছে ৷ কয়েকদিন আগেই দিল্লিতে ১০-১৫ টাকা কিলো দামে টমেটো বিক্রি হচ্ছিল ৷ এখন তা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা প্রতি কিলো হয়ে গিয়েছে ৷ শুধু টমেটো নয়, আলু ও অন্যান্য সবজিরও দাম বেড়েছে ৷ সমস্ত জিনিসের দাম বাড়তে থাকায় স্বাভাবিক ভাবে মাথায় হাত মধ্যবিত্তের ৷ ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় সবজি সহ অন্যান্য মাল নিয়ে আসা বা যাওয়ার খরচ বেড়েছে ৷ এর প্রভাব এখন দেশজুড়ে সমস্ত জিনিসের দামের উপর পড়ছে ৷

দেখে নিন, পেট্রোল-ডিজেলের দাম কোথায় কত

দিল্লি- পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৮১.৫২ টাকা

মুম্বই- পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৭৯.৭১ টাকা

কলকাতা- পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৬.৬৭ টাকা

চেন্নাই – পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৮.৫০ টাকা

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version