গত শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। তবে উচ্চ মাধ্যমিকে বহু পরীক্ষার্থীর অনলাইন মার্কশিটে বলা হয়েছে, কনট্যাক্ট ইওর ইনস্টিটিউশন। এই নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। এদিকে স্কুলে বন্ধ থাকায় উদ্বেগ তৈরি হয় ছাত্রছাত্রীদের মনে। রবিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এমন বার্তা প্রাপক পরীক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। পরীক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট বিষয়ের প্রাপ্ত নম্বর জানাতে। সেই দাবি মেনে সোমবার নম্বর ওয়েবসাইটে যুক্ত করল সংসদ।
