“বাঁশগাছ কাটলেন কেন?” খোদ রেঞ্জারকেই ধমক গার্ডের!

অফিসারদের আইন ভাঙার প্রতিবাদ করে দেশবাসীর প্রশংসা কুড়লেন এক ফরেস্ট গার্ড কর্মী।নিজের কর্তব্যের প্রতি অটল থাকার ঘটনায় নজির গড়লেন ছত্তীসগড়ের কোরবা জেলার ফরেস্ট গার্ড শেখর সিংহ। ফরেস্ট আইন ভাঙায় সিনিয়র অফিসারদার রেঞ্জারকে ধমক দিলেন তিনি। ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে কর্তব্যরত ওই ফরেস্ট গার্ড আঙ্গুল উঁচিয়ে অফিসার কে বলছেন, “আপনারা এই মুহূর্তে আমার রেঞ্জার নন, আপনারা অপরাধী! বুঝতে পারছেন না আমি কী বলতে চাইছি? কী করছেন আপনারা! কী করে তিনটি তারা বসানো উর্দি পরে ঘুরছেন, আমি জানি না।”
৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে শেখর সিংহ রেঞ্জারকে দিয়ে সই করাচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আসুন ,সই করুন। আমি আপনাদের অপরাধের স্টেটমেন্ট নেবো।”

অভিযোগ, ওই দুই সিনিয়ার অফিসার আইনের নিয়ম ভেঙে বাঁশগাছ কাটেন। তখনই বাধা দিয়ে রীতিমতন কর্তব্যরত ওই গার্ড ।

Previous articleচোপড়া কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নয়ানজুলিতে উদ্ধার হওয়া মৃত যুবকই মূল অভিযুক্ত ?
Next articleসুজনের দাবি, মে-জুনের সিইএসসির বিল বাতিল করতে হবে