আপাতত একসঙ্গে দিতে হবে না তিন মাসের বিল, গ্রাহকদের স্বস্তি দিয়েছে CESC। সংস্থার পক্ষ থেকে বিল জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে । সিইএসসির অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে কয়েকদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল গ্রাহকদের মধ্যে। এক ধাক্কাতেই চলতি মাসে বহু গ্রাহকের ৫-৬ গুণ বেশি বিল এসেছে ।

কেন এমন হচ্ছে? লকডাউনের সময়ে মার্চ, এপ্রিল,মে মাসের কোনও রিডিং না নেওয়াতেই এই বিপত্তি ।
কিন্তু এরই পাশাপাশি WBSEDCL -এর বিল নিয়েও চরম সঙ্কটে পড়েছেন রাজ্যের গ্রাহকরা। অনেক ক্ষেত্রেই লাগামছাড়া বিল আসছে। প্রতিবাদ থাকলেও WBSEDCL- এর গ্রাহকদের প্রতিবাদ নিয়ে এখনও পর্যন্ত মাথাব্যথা নেই কর্তৃপক্ষের। WBSEDCL-এর গ্রাহকদের স্বস্তি মিলবে কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে ।
