Wednesday, August 27, 2025

জোটের আবহেই বাম সরকারের বিরুদ্ধে কংগ্রেস কর্মী- হত্যার অভিযোগ এনে ২১ জুলাই দিনটি ‘শহিদ তর্পণ দিবস’ হিসেবে পালন করতে চলেছে প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের তরফে এই কর্মসূচি ঘোষণা করায় চরম অস্বস্তিতে পড়েছে সিপিএম তথা বামফ্রন্ট।

অস্বস্তি এতটাই যে আলিমুদ্দিনের একাংশ এই কর্মসূচিতে অসন্তোষ পর্যন্ত প্রকাশ করেছে ৷ তারা ‘শহিদ তর্পণ দিবস’-কে ভালো চোখে দেখছেন না। এই অংশের বক্তব্য, ২১ জুলাই ‘শহিদ স্মরণ’ করার অর্থ বাম সরকারের বিরুদ্ধে আঙুল তোলা৷ জোট গঠন করার পর এ ধরনের কর্মসূচি গ্রহণ কতখানি যুক্তিসঙ্গত, কংগ্রেস তা ভেবে দেখুক৷
সিপিএমের এই মনোভাবের ফলে আগামীকাল, মঙ্গলবার জোটের তাল কিছুটা হরেও কাটতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা৷

যুব কংগ্রেসের তরফে বলা হয়েছে, ২১ জুলাই দিনটি শহিদ তর্পণ দিবস হিসেবে পালন করা হবে৷ কর্মীরা দিনভর সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাবে, পাশাপাশি সন্ধ্যায় মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত এক মোমবাতি মিছিল হবে। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সাদাব খান এই মিছিলে থাকবেন৷ সব জেলায় এই কর্মসূচি পালনের নির্দেশও দেওয়া হয়েছে৷ যুব কংগ্রেসের দাবি, ২১ জুলাই-তদন্ত কমিশনের রিপোর্ট জনসমক্ষে আনা হোক। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, এই কর্মসূচির কোনও প্রভাব জোটের উপর পড়বে না। ‘পড়বে না’ বলা হলেও জোটসঙ্গী দলের শাখা সংগঠনের এই অবস্থানে অস্বস্তিতে সিপিএম৷ তবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, জোটসঙ্গী কোনও দল বা সংগঠন তাদের পৃথক কর্মসূচি নিতেই পারে।

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...
Exit mobile version