Saturday, November 8, 2025

সিইএসসি-র নয়া বিল পেলে জমা, দেরিতেও লাইন কাটবে না: আশ্বাস শোভনদেবের

Date:

সিইএসসি-র গ্রাহকদের বিল জমা দিতে দেরি হলেও কারও লাইন কাটা হবে না। সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনই সকালে সিইএসসি-র সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নতুন বিল না এলে, আগের বিলের টাকা দিলেও কারো লাইন কাটা হবে না। এমনকী, লেট ফি-ও দিতে হবে না গ্রাহকদের।

বৈঠকে সিইএসসি-র তরফে বিদ্যুৎমন্ত্রীকে বলা হয়েছে। তাদের বিল তৈরিতে কোনও সমস্যা হয়নি। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, লকডাউনের সময় বেশিরভাগ লোক বাড়ির মধ্যেই ছিলেন। ফলে বিদ্যুৎ খরচ বেশি হয়েছে। কেন এই বিল হয়েছে, তার ব্যাখ্যা বিদ্যুতের বিলের পিছনদিকে দেওয়া থাকে। কিন্তু সেটা অধিকাংশ গ্রাহকই পড়েন না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, লকডাউনে আর্থিক মন্দার কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। এই পরিস্থিতিতে এক সঙ্গে তিন মাসের বিল দেওয়া কষ্টসাধ্য। এর ফলে আরও বেশি ক্ষোভ দেখা দিয়েছে।
মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সিইএসসি কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। যারা ইতিমধ্যেই এপ্রিল-মে মাসের বিল জমা দিয়ে দিয়েছেন, তাঁদের টাকা কী হবে? জুন মাসের বিল কীভাবে আলাদা করে নেওয়া হবে, সেই বিষয়ে সম্পূর্ণ পরিকল্পনা তারা তৈরি করছে। বিদ্যুৎমন্ত্রী জানান, এর জন্য সময় চেয়েছে কর্তৃপক্ষ। এই সমগ্র বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানান শোভনদেব চট্টোপাধ্যায়।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version