Friday, May 16, 2025

রাজস্থান বিধানসভার স্পিকারের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন শচিন পাইলট সহ ১৯ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক। দলবিরোধী কাজের অভিযোগে কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না জানতে চেয়ে শো-কজ নোটিশ দিয়েছিলেন স্পিকার। সোমবার সকাল থেকে ফের এই মামলার শুনানি শুরু হয়েছে। রাজস্থান হাইকোর্টের বিচারপতিরা আগেই নির্দেশ দিয়েছিলেন, মঙ্গলবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কংগ্রেস বনাম কংগ্রেসের এই সম্মানের লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার। পাইলট শিবিরের হয়ে আদালতে লড়াই করছেন মোদি জমানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা প্রখ্যাত দুই অাইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি। অন্যদিকে রাজস্থান সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছেন কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। এদিন প্রথমে রাজস্থানের স্পিকারের হয়ে সওয়াল করেন সিংভি। তিনি মামলার মেনটিবিলিটি চ্যালেঞ্জ করে বক্তব্য পেশ করেন। সিংভি বলেন, এটা আদৌ অাদালতের বিচার্য বিষয় নয়। স্পিকারের অধিকারে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। ফলে এই মামলা শোনার এক্তিয়ারই নেই কোর্টের। সিংভি এরপর রাজস্থান বিধানসভার মুখ্য সচেতক মহেশ যোশীর হয়ে সওয়াল করবেন। সবশেষে শচিন পাইলটের হয়ে বলবেন আইনজীবী হরিশ সালভে।

 

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version