Thursday, November 13, 2025

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

Date:

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে এই পদক্ষেপ করছে অভিযোগ তুলে বুধবার ঠাকুরনগরে বীণাপাণি দেবীর ঘরে সামনে অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতাবালা ঠাকুরপন্থীরা (Mamatabala Thakur)। তৃণমূলের রাজ্যসভার সাংসদ অবশ্য এই মুহূর্তে সেখানে নেই, তিনি কাজের সূত্রে বাইরে আছেন। তবে তাঁর নির্দেশ মতোই সবটা হচ্ছে বলে জানাচ্ছেন অনশনকারীরা। সেইমতো দুপুর বারোটা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (Special Intensive Rivision) নামে ঘুরপথে মানুষকে হয়রান করা এবং এনআরসির চক্রান্তের বিরোধিতায় কলকাতার রাজপথে হেটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মিছিলে মতুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর কার নাম থাকবে, কে বাদ যাবে তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, বেলা ১২টা থেকে শুরু হয়েছে। প্রস্তুতি খুব ভাল। চারিদিকে খুব ভাল সাড়া মিলেছে। প্রায় হাজার লোক জমায়েতের আশা রয়েছে। যত সময় গড়াচ্ছে সংখ্যাটা বাড়বে। আন্দোলনে অংশগ্রহণকারী এক মতুয়া ব্যক্তি বলেন, “এসআইআর আমাদের কাছে ডকুমেন্ট চাইবে। আমরা কী ডকুমেন্ট দেব ? আমরা ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে লম্ফ জ্বালিয়ে এসেছি। আমাদের ডকুমেন্ট আছে আধার কার্ড। এখন কেন্দ্রীয় সরকার বলছে আধার কার্ডে কাজ হবে না। আমাদের কাছে আর কী ডকুমেন্টে আছে ?” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এর মিছিল থেকে অভিযোগ, মতুয়াদের কাছে ক্যাম্প করে দু’নম্বরি করে টাকা নেওয়া হচ্ছে। এই আগুনে দাঁড়িয়ে এস আই আর এর বিরুদ্ধে গর্জে উঠেছেন মতুয়া মহাসঙ্ঘের একাংশ। অনশন-ধরনার পাশাপাশি চলছে স্লোগানও।

 

Related articles

বাংলায় আটকে যাবে অশ্বমেধের ঘোড়া! বিজেপিকে তোপ ঋতব্রতর

টেলিভিসনের টক শো-তে ভোটের ফল বেরোয় না। মানুষের পাশে থাকতে হয়। কারণ আসল হল জনতা। আর এই জনতার...

বিরোধীদের অভিযোগের জবাব দিতে হিমশিম, নিজের দোষও মানলেন ভলিবল সচিব

ইডেনে যখন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রস্তুতি তুঙ্গে তখন ময়দানের ভলিবল মাঠে উত্তেজনার গনগনে আঁচ। শাসক বনাম বিরোধী তরজায়...

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version