আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন কমিশনের প্রতিনিধিরা। তাঁদের সফরের মূল উদ্দেশ্য— চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকা যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সব জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তারা। জানা গিয়েছে, ঐদিনের বৈঠকে মূলত দুইটি বিষয়ের উপর জোর দেওয়া হবে— ইভিএম প্রস্তুতি ও ভোটার তালিকার পর্যালোচনা। কমিশনের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা যেন ত্রুটিমুক্ত ও স্বচ্ছ থাকে, সেটিই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি এবং মাঠপর্যায়ে তার বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হবে। কমিশন সূত্রে ইঙ্গিত, এসআইআর পর্যবেক্ষণ ও ভোটার তালিকা পর্যালোচনার পাশাপাশি জেলার বিভিন্ন বুথে নমুনা যাচাইয়ের কাজও শুরু হতে পারে কমিশনের প্রতিনিধি দলের এই সফরে।
আরও পড়ুন- দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের
_
_
_
_
_
_
_
_
