করোনা সংকটের মধ্যে নোটিশের জবাব দিতে মাত্র তিনদিন সময় কেন? কোর্টে সওয়াল পাইলটের আইনজীবীর

করোনা সংকটের মত অভূতপূর্ব পরিস্থিতিতে একটি নোটিশের জবাব পেতে এত তাড়াহুড়ো কীসের? রাজস্থানের সংকট নিয়ে হাইকোর্টে শচিন পাইলটের পক্ষে সওয়াল করতে গিয়ে এই যুক্তি দিলেন তাঁর আইনজীবী মুকুল রোহতগি। তিনি বলেন, স্পিকার যখন বিদ্রোহী বিধায়কদের নোটিশ দিয়েছিলেন, তখন তিনি আদৌ করোনা পরিস্থিতির গুরুত্বকে মাথায় রেখে কাজ করেননি। মনে হচ্ছে, স্পিকার খুব তাড়াহুড়ো করে বিদ্রোহীদের নোটিশ পাঠিয়েছেন। কেন মাত্র দু’টি বৈঠকে না আসার জন্য ওই নোটিশ পাঠানো হয়েছিল, তা স্পষ্ট হচ্ছে না। করোনা অতিমারির মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বিধায়কদের মাত্র তিনদিন সময় দেওয়া যুক্তিযুক্ত নয়। নোটিশ পড়ে মনে হয়, বিদ্রোহীদের সম্পর্কে তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
রাজস্থানের কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট নিয়ে এদিন একদিকে যেমন হাইকোর্টে বিদ্রোহী বিধায়কদের বিষয়ে শুনানি হয়েছে, অন্যদিকে জরুরি ভিত্তিতে আলোচনায় বসেছে কংগ্রেস পরিষদীয় দল। মঙ্গলবার নিজের পক্ষের বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

 

Previous articleমুখ ফিরিয়েছে রুপোলি ফসল, রূপনারায়ণে মিলল বৃহদাকার পাঙাশ
Next articleভেবেছে কী! গুজরাট শাসন করবে বাংলাকে! হতে দেব না