বিজেপিতে নতুন মুখের ভিড়। ইস্টবেঙ্গল-মোহনবাগানে দাপিয়ে খেলা মেহতাব হোসেন মঙ্গলবার যোগ দিলেন গেরুয়া শিবিরে। মেহতাবের পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দেন সঙ্গীতিশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়,দক্ষিণ দমদম পুরসভার বিরোধী দলনেতা শিশির বল, সর্বভারতীয় ক্রিকেট রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার টি এন মান্না এবং এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার দ্বীপশিখা আদিত্য।
এঁদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।



