Sunday, November 16, 2025

করোনার জেরে বাতিল ফুটবলে বিশ্বসেরা পুরস্কার ২০২০ ব্যালন ডি’অর

Date:

করোনার জেরে বাতিল ফুটবলে বিশ্বসেরা পুরস্কার ২০২০ ব্যালন ডি’অরলিওনেল মেসির ৭ হবে, নাকি আরেকটি ব্যালন ডি’অর জিতে আর্জেন্টাইন লেজেন্ডকে ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো? অথবা ব্যালন ডি’অর খুঁজে নেবে নতুন কোনও কিংবদন্তিকে? ফুটবল মরশুমে শেষে এবার আর এমন প্রশ্ন কেউ করবেন না। একইসঙ্গে মেসি-রোনাল্ডো কিংবা নেইমাররা সেরার সেরা হওয়ার জন্য অপেক্ষা করবেন না স্নায়ুচাপ নিয়ে। প্রতি বছরের মতো বসবে না ফুটবল জগতের প্রাক্তন ও বর্তমান তারকাদের মিলনমেলা। কারণ, এবার যে ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠানই বাতিল। ব্যালন ডি’অর পুরস্কার বাতিল করা নিয়ে নিজেদের ওয়েব সাইটে এক বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে ফ্রান্স ফুটবল। সেখানে তারা জানিয়েছে, ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম পুরস্কারটি দেওয়া হচ্ছে না।

ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিশ্বজুড়ে করোনা মহামারির জেরে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক পাসকাল বলেছেন, “২০২০ সালে পুরস্কার প্রদানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিশ্বের বর্ষসেরা ফুটবলারকে এ পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। কিন্তু এবার করোনার কারণে ফুটবল বিঘ্নিত হওয়ায় সেরা পারফরমারকে বেছে নেওয়া সম্ভব নয় বলেই মনে করছে তারা। ২০১৯ সালে সর্বশেষ ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন লিওনেল মেসি। যেটি ছিল তাঁর ষষ্ঠ ব্যালন ডি’অর ট্রফি জয়। জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনাল্ডো এই ট্রফি জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version