শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

আজ একুশে জুলাই, শহিদ দিবস। এদিন শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ” আজ ২১ জুলাই শহিদ দিবস। ১৯৯৩ সালে আমাদের ১৩ জন কর্মী নিহত হয়েছিলেন তৎকালীন সরকারের হাতে। রাজনৈতিক হিংসার শিকার যাঁরা হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। শহিদদের স্মরণ করে আমরা বার্ষিক সমাবেশের আয়োজন করে আসছি। তবে মহামারি পরিস্থিতির জন্য বিধিনিষেধের কারণে, এই বছর আমরা আমাদের বার্ষিক ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশকে অন্যভাবে আয়োজন করছি। এবছর রাজ্য জুড়ে বুথ স্তরে প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। দুপুর ২ টো নাগাদ আমি প্রতিটি বুথে আমার ভাই-বোনদের উদ্দেশে বক্তব্য রাখব। ২০২১ সালে আমরা সর্বকালের বৃহৎ অনুষ্ঠান আয়োজন করব।”

Previous articleরাজস্থান সংকট: হাইকোর্টে রায়ের পর কী কী হতে পারে?
Next articleকরোনায় আক্রান্ত অভিনেতা সুরজিৎ, রিপোর্ট পজিটিভ স্ত্রী-কন্যারও