Sunday, November 16, 2025

সরকার ফেলার চেষ্টা চলছে’, মোদিকে চিঠি লিখে পাইলটের নামে ‘নালিশ’ গেহলটের

Date:

চাঞ্চল্যকর পদক্ষেপ কংগ্রেসের !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শচীন পাইলটের নামে ‘নালিশ’ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
চিঠিতে তিনি লিখেছেন, “রাজস্থানে পরিকল্পিতভাবে সরকার ফেলার চেষ্টা চলছে। সেই পরিকল্পনা শচীন পাইলট ও তাঁর অনুগামীরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন বিজেপি নেতারাও।”

ওদিকে, কংগ্রেসের নয়া রাজনৈতিক কৌশলে কিছুটা হলেও জল ঢেলেছে আদালত।
হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুসারে, আগামী ২৪ জুলাই পর্যন্ত শচীন এবং তাঁর অনুগামী বিধায়কদের সদস্যপদ খারিজ করতে পারবেন না বিধানসভার স্পিকার। আর ঠিক এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই চিঠি লিখলেন অশোক গেহলট। রাজস্থান বিধানসভার অধ্যক্ষের ডিসকোয়ালিফিকেশন নোটিশের বৈধতাকে চ্যালেঞ্জ করে শচীন পাইলট যে মামলা করেছিলেন আদালতে, তাতে তাঁকে ইতিমধ্যেই কিছুটা স্বস্তি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। হাইকোর্টের রায়ে কিছুটা স্বস্তি পেয়েছেন সচিন পাইলট এবং তাঁর অনুগামী বিধায়করা। শচীন ও তাঁর অনুগামী ১৮ জন বিধায়কের সদস্যপদ এখনও খারিজ হয়নি। তবে তাঁদের “শেষ দেখে ছাড়তে” বিধানসভায় আস্থাভোটের পথে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কংগ্রেসের একাংশের মতে, আস্থা ভোট করাটাই মাস্টার স্ট্রোক৷ কারণ আস্থা ভোটগ্রহণের দিন গেহলট দলের সব বিধায়কদের সশরীরে রাজস্থান বিধানসভায় উপস্থিত থাকার ‘হুইপ’ জারি করতে পারেন। যাঁরা হুইপ অমান্য করবেন, দলবিরোধী কাজের অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কারও করতে পারবেন৷

যদিও এসবের মধ্যেই পাইলটকে ‘ঘরে ফিরতে’ অনুরোধ করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। পাইলটের উদ্দেশে তাঁর বার্তা, “কংগ্রেসে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ৷ পাইলট যেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো ভুল না করেন। দিগ্বিজয়ের দাবি, রাজস্থানের ঝামেলার মূলে বিজেপি। সেই দলে গেলে শচীন সফল হবেন না৷

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version