Friday, May 16, 2025

করোনা আক্রান্তের চিকিৎসার খরচ নির্ভর করে রোগীর শরীরে সংক্রমণের মাত্রার উপরে।
ভারতে করোনা আক্রান্ত ৮০% রোগীর চিকিৎসা হয় সরকারি হাসপাতালে।
সরকারি হাসপাতালের হিসেব অনুযায়ী, সাধারণ করোনা আক্রান্তদের ক্ষেত্রে ভেন্টিলেটর-সহ জীবনদায়ী ব্যবস্থা ছাড়া প্রতিদিন খরচ পড়ে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা।

তামিলনাড়ু

নিজেদের রাজ্যে RT-PCR পরীক্ষার টাকা ২৫০০-এ বেঁধে দিয়েছে তামিলনাড়ু সরকার৷ চিফ মিনিস্টার কম্প্রিহেনসিভ হেলথ ইনস্যুরেন্স স্কিমে এই নির্দিষ্ট রেটেই RT-PCR পরীক্ষা হচ্ছ৷
এই প্যাকেজই ব্যবহার করতে হবে বেসরকারি হাসপাতগুলোকেও৷ এরই পাশিপাশি সরকারি হাসপাতাল থেকে রেফার করা নন ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য ২৫ শতাংশ বেড ধার্য করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে৷
সরকারি হাসপাতালে বিনামূল্য চিকিৎসা হচ্ছে৷ অন্যদিকে বেসরকারি হাসপাতালে A1 ও A2 গ্রেড এবং A3 ও A6 গ্রেডে যথাক্রমে চিকিৎসার খরচ হচ্ছে ৭৫০০ টাকা ও ৫০০০ টাকা প্রতিদিন৷ তবে এটা সাধারণ করোনা রোগীর ক্ষেত্রে৷ করোনা রোগীর অবস্থা সঙ্কটজনক হলে সেই খরচ বেড়ে হবে প্রতিদিনের জন্য ১৫০০০ টাকা৷

কর্নাটক

সরকারি নির্দেশ অনুযায়ী করোনা চিকিৎসার জন্য প্রস্তুত প্রাইভেট হাসপাতালের ৫০ শতাংশ বেড রাখতে হবে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীর জন্য৷ এর মধ্যে থাকবে ভেন্টিলেটর যুক্ত HDU ও ICU বেড৷
তবে এই খরচ হাসপাতাল থেকে হাসপাতাল পাল্টাতে পারে৷

মুম্বই

RT-PCR পরীক্ষার জন্য প্রথমে ৪৫০০টাকা ব্যয় করতে হলেও তা পরবর্তী সময়ে কমিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ এখন করোনা টেস্টের জন্য ব্যয় করতে হবে ২৮০০ টাকা৷ তবে বাড়ি থেকে লালারস সংগ্রহ করলে তা ২০০ থেকে ৪০০ টাকা বেড়ে যেতে পারে৷
যদিও বেসরকারি হাসপাতালে দিনে ১০ হাজার টাকা এবং ভিআইপি রুমের জন্য দিনে ১ লক্ষ টাকা ধার্য করা হয়েছে৷

দিল্লি

দিল্লিতে যদিও বেসরকারি হাসপাতালে রেট প্যাকেজের মাধ্যমে বেধে দেওয়া হয়েছে৷

কেরল

কেরল সরকার করোনার জন্য পুরোপুরি বিনামূল্যের চিকিৎসা পরিষেবা দিচ্ছে৷ তবে বেসরকারি ক্ষেত্রে সরকারের দেওয়া প্যাকেজ গ্রহণ করা হয়নি৷ করোনার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি৷

Related articles

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৬ মে শুক্রবার ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট       ৯২১০ ₹   ৯২১০০ ₹খুচরো পাকা...

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...
Exit mobile version