মেহতাব হোসেন কি শেষ পর্যন্ত বিজেপিতে থাকবেন? ২৪ ঘন্টা আগে বিজেপি রাজ্য সভাপতির হাত থেকে দলীয় পতাকা নেওয়ার পর এটাই এখন বড় প্রশ্ন। বিজেপির অন্দরমহলের খবর, বুধবার সকাল থেকেই মানসিকভাবে তৈরি হয়ে গিয়েছেন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য। এর কারণ নিতান্তই পারিবারিক। তবে ক্রীড়ামহল তার ওপর একটা চাপ রয়েছে। অবস্থা যে পর্যায়ে পৌঁছেছে ২৪ ঘণ্টার মধ্যেই হয়তো মেহেতাব বিজেপি থেকে নিজেকে সরিয়ে রাখার ব্যাপারে রাজ্যে দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেবেন, এবং তা সরকারিভাবে। এই ঘটনায় রাজ্য বিজেপির মুখ যে পুড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে এভাবে সরে যাওয়া নিশ্চিতভাবে নজিরবিহীন।
