Thursday, May 15, 2025

তৃণমূল নয়, বিজেপিতেই ফের সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে রাজ্য বিজেপির যে বৈঠক শুরু হয়েছে, সেখানেই ডাক পেলেন শোভন, বিজেপিতে যোগ দেওয়ার প্রায় এক বছর পরে!

২০১৯-এর ১৪ অগাস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যোগ দেওয়ার দিনেই অপ্রীতিকর পরিস্থিতি। রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় শোভনের সঙ্গে বিজেপিতে যোগ দিতে সদর দফতরে পৌঁছে যান। সেখানে সাময়িক সমস্যা মিটলও পরের দিন কলকাতায় শোভন-বৈশাখীর সংবর্ধনা, এবং তারপর থেকে বিজেপির কোনও কর্মসূচিতেই আর পাওয়া যায়নি শোভনকে। এ নিয়ে দু’পক্ষের মাঝেমধ্যে কিছু এলোমেলো বিবৃতি প্রকাশ্যে এসেছে। রাজ্য বিজেপির সভাপতি তো এক সময় বিরক্ত হয়ে শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলতেও পিছপা হননি। কিন্তু একুশের ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি পর্বে বিজেপি বুঝতে পারছে, দরকার সব মহলের সহযোগিতা, প্রয়োজন শোভনের মতো নেতৃত্বকেও। দিল্লি থেকে বৈঠকের জন্য আমন্ত্রণ আসা প্রসঙ্গে শোভন মুখ না খুললেও বৈশাখী বলেছেন, দিল্লি কিংবা রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আর এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে ডাক আসাটাও স্বাভাবিক ছিল।

দিল্লি কবে যাচ্ছেন শোভন-বৈশাখী? বৃহস্পতি থেকে রবিবারের মধ্যেই শোভন সম্ভবত যাবেন। শুক্রবার গিয়ে শনিবার বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। যে বৈঠকে অবশ্যই থাকবেন অমিত শাহ, সভাপতি জে পি নাড্ডা ছাড়াও বিএল সন্তোষ, শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ মেনন এবং অবশ্যই দিলীপ ঘোষ। দিল্লির এই বৈঠক থেকেই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের পুনর্জন্ম হয় কিনা সেটাই রাজনৈতিক মহলে কোটি টাকার প্রশ্ন।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version