দেশের ইতিহাসে প্রথমবার, সোনার দাম পেরোল ৫০ হাজার

মহামারি আবহে ওঠানামা করছিল সোনা এবং রুপোর দাম। বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল দাম। এবার সর্বকালের সব রেকর্ড ভেঙে ফেলল সোনা এবং রুপো। ইতিহাসে প্রথমবার ভারতের বাজারে ১০ গ্রাম সোনার দাম পেরিয়ে গেল ৫০ হাজার টাকা। একইসঙ্গে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে রুপোর দামও।

বুধবার সোনার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে সোনার দাম বেড়েছে ৪৯৩ টাকা। এদিন কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম প্রায় সাড়ে ৫১ হাজার। পাশাপাশি বুধবার সকালে রুপোর দাম ৫.৭১ শতাংশ বেড়েছে। যার ফলে রুপোর বর্তমান দাম গিয়ে দাঁড়িয়েছে ৬০,৬১৯ টাকায়। বিশেষজ্ঞদের মতে মহামারি পরিস্থিতিতে চাহিদা কম। যার জেরে সোনা রুপোর দামের রেকর্ড বৃদ্ধি হয়েছে।

Previous articleসিলেবাস কমছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, অগাস্টে জানা যাবে রূপরেখা
Next articleকামাতে ব্যস্ত কিছু নেতা-ঠিকাদার, বন্যা যেন উত্তরবঙ্গের ভবিতব্য