উত্তরবঙ্গেই লক্ষ্য 45+, বৈঠকে বিজেপি

কোচবিহার থেকে মালদহ।

বিধানসভায় 60 টি আসন।
লোকসভায় এই তল্লাটে সর্বত্র জয়ের পর এবার বিধানসভায় বিজেপির লক্ষ্য 45-50 টি আসন।
বৃহস্পতিবার দিল্লিতে উত্তরবঙ্গ নিয়ে দলের বৈঠকে এই লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। বৈঠকে আছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। আছেন সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিরা।

বিজেপির অঙ্ক উত্তরবঙ্গে তৃণমূলকে বড় ধাক্কা দেওয়া।
তারা চায় 45-50 আসন। তাদের অঙ্ক কংগ্রেস চারটি পাবে। বামেরা তিনটি। তাতেও বিজেপির লাভ। সরকার গড়ার মোট সংখ্যার দৌড়ে তৃণমূলকে কমিয়ে দেওয়া। দিল্লির নেতারাও বৈঠকে আছেন। আসন ভিত্তিক অঙ্ক কষে গাইডলাইন তৈরি হচ্ছে।

 

Previous articleবিজ্ঞানীদের প্রস্তাব মেনে সিদ্ধান্ত রাজ্য সরকারের: সাপ্তাহিক লকডাউন প্রসঙ্গে ডেরেক
Next articleতৃণমূল বিধায়কের বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য