Wednesday, August 27, 2025

করোনার ভয়ে আসেনি মুকুল, শোভন কেন এসেছে জানা নেই! দিল্লির বৈঠক প্রসঙ্গে দিলীপ

Date:

বুধবার থেকে দিল্লিতে তিনদিনব্যাপী বিজেপির নির্বাচনী প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে যোগ দিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব উড়ে গিয়েছেন রাজধানী শহরে। কেন্দ্রীয় নেতারা বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বাংলার রাজনীতিতে দলের আগামীর রূপরেখা তৈরি করছেন। তবে আজ, বৃহস্পতিবার বৈঠকের দ্বিতীয় দিনে গরহাজির ছিলেন মুকুল রায়। তাঁর এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

এদিনের বৈঠকে মুকুলের এই গরহাজিরাকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
তাঁর কথায়, “আজ না থাকলেও মুকুল রায় গতকালের বৈঠকে ছিলেন। আজ যে আসতে পারবেন না, সেটা সম্ভবত জানিয়েছিলেন। মনে হয় কলকাতা ফিরে গেছেন মুকুল রায়।

আসলে উনি করোনার কারণে একটু দূরে দূরে থাকছেন।” তবে মুকুলের না থাকার কারন শুধু করোনা, সেটা হজম হচ্ছে না অনেকের। আদৌ করোনা, নাকি গরহাজিরার গভীরে রয়েছে আরও বড় কারণ, তার উত্তর অবশ্য সময় দেবে।

অন্যদিকে, দীর্ঘদিন পর ফের সামনে এলেন শোভন চট্টোপাধ্যায়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন শোভন। গতবছর আগস্টের মাঝামাঝি এই দিল্লিতেই শীর্ষ নেতৃত্বের উপস্থিততি বিজেপিতে যোগদান করার পর থেকে সক্রিয় রাজনীতি থেকে কার্যত স্বেচ্ছাবসর নিয়েছিলেন শোভনবাবু, সেই সময় মাঝে একদিন কলকাতায় বিজেপি দফতরে বিশেষ বান্ধবীকে নিয়ে সম্বর্ধনায় যোগ দেওয়া ছাড়া এই এক বছরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।

আর হঠাৎ দিল্লির বৈঠকে তাঁকে দেখে সম্ভবত কিছুটা অবাকই হয়েছেন দিলীপ ঘোষ। শোভনের দিল্লি আসা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বলেন, তাঁর কাছে নাকি শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কোনও খবরই ছিল না।দিলীপ ঘোষ বলরন, ” আমি যতদূর জানি, শোভন চট্টোপাধ্যায়ের দিল্লির এই বৈঠকে থাকার কথা নয়। কিন্তু কে তাঁকে ডেকেছে জানি না! আমার সঙ্গে ওনার কোনও কথাই হয়নি।”

মুকুল রায় এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের এমন উদাসীন মন্তব্য কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version