Wednesday, August 27, 2025

বাফেটকে টপকে এবার বিশ্বের ধনী তালিকার পাঁচ নম্বরে মুকেশ অম্বানি

Date:

ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন তিনি। বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় এবার পাঁচ নম্বরে জায়গা করে নিলেন মুকেশ অম্বানি। রিয়েল টাইম বিলিয়নেয়ার্স লিস্ট’ অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। এবার তিনি টপকে গিয়েছেন ওয়ারেন বাফেটকেও।

বুধবারের হিসেবে মুকেশ অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৭ হাজার কোটি মার্কিন ডলার। তালিকার শীর্ষস্থানে রয়েছে ন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে বিল গেটস। তাঁর সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৩১০ কোটি মার্কিন ডলার। বার্নার্ড্ আর্নল্ট ও তাঁর পরিবার রয়েছে তৃতীয় স্থানে। ১১ হাজার ২০০কোটি মার্কিন ডলারের মালিক আর্নল্ট পরিবার। মুকেশের আগেই আছেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্ণধার আট হাজার ৯০০ কোটির মালিক মার্ক জুকারবার্গ। অন্যদিকে ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ ৭ হাজার ২৭০ কোটি মার্কিন ডলার।

মহামারি আবহে বিশ্বজুড়ে অর্থনীতি টালমাটাল। এরই মধ্যে গুগল, ফেসবুক, ইনটেল, সিলভার লেক, ভিস্তা, কেকেআর-এর মতো সংস্থা বিনিয়োগ করেছে রিলায়েন্সে। গত তিন মাসে জিয়োতে ১ লক্ষ ১৭ হাজার কোটিরও বেশি বিনিয়োগ হয়েছে রিলায়েন্সে। ওই তালিকা অনুযায়ী মুকেশের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪.৪৯ শতাংশ। অন্যদিকে প্রথম থেকে চতুর্থ স্থানে থাকা প্রত্যেকের সম্পত্তির পরিমাণ কমেছে ০.২০ শতাংশ থেকে ১.৭২ শতাংশ।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version