Thursday, November 13, 2025

কম্পিউটারের থেকেও দ্রুত মস্তিষ্ক! ‘হিউম্যান কম্পিউটার’ এর চরিত্রে এবার বিদ্যা বালান

Date:

আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে গণিতবিদ শকুন্তলা দেবীর বায়োপিক। অনায়াসে জটিল অংক মুখে মুখে সমাধান করতে পারতেন তিনি। সেই কারণে হিউম্যান কম্পিউটারে বলা হতো তাঁকে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান।

১৯২৯ সালে ৪ নভেম্বর বেঙ্গালুরুর এক ব্রাহ্মণ পরিবারে জন্ম শকুন্তলা দেবীর। ছোট বয়স থেকেই খুব সহজে সংখ্যা মনে রাখতে পারতেন তিনি। তাঁর বাবার সার্কাস কোম্পানি ছিল। সেইপ কোম্পানি বন্ধ করে মেয়েকে নিয়ে রোড শো শুরু করেন বাবা। মুখে মুখে হিসাব করে নিজের প্রতিভা দেখাতেন শকুন্তলা দেবী। ১৯৪৪ সালে বাবার সঙ্গে লন্ডল যান শকুন্তলা। মাত্র ছয় বছর বয়সে পাটিগণিতের দক্ষতা প্রমাণ করে তিনি। এমনকী বলা হত কম্পিউটারের থেকে তাড়াতাড়ি অঙ্ক সমাধান করতে পারেন শকুন্তলা দেবী।

১৯৮২ সালে গিনেজ বুকে রেকর্ড গড়েন শকুন্তলা দেবী।শকুন্তলা দেবী দুটি ১৩ অঙ্কের সংখ্যা মুখে মুখে গুণ করতে পারতেন। তাও মাত্র ২৮ সেকেন্ডে। অঙ্ক সমাধানের পাশাপাশি বইও লিখেছেন তিনি। ভারতে সমকামিতা নিয়ে প্রথম বই লিখেছিলেন শকুন্তলা দেবী। এছাড়াও জ্যোতিষশাস্ত্র নিয়েও তাঁর লেখা কয়েকটি বই রয়েছে। রান্না সম্পর্কেও তিনি কয়েকটি বই লিখেছিলেন। ২০১৩ সালে ২১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version