Saturday, August 23, 2025

কম্পিউটারের থেকেও দ্রুত মস্তিষ্ক! ‘হিউম্যান কম্পিউটার’ এর চরিত্রে এবার বিদ্যা বালান

Date:

আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে গণিতবিদ শকুন্তলা দেবীর বায়োপিক। অনায়াসে জটিল অংক মুখে মুখে সমাধান করতে পারতেন তিনি। সেই কারণে হিউম্যান কম্পিউটারে বলা হতো তাঁকে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান।

১৯২৯ সালে ৪ নভেম্বর বেঙ্গালুরুর এক ব্রাহ্মণ পরিবারে জন্ম শকুন্তলা দেবীর। ছোট বয়স থেকেই খুব সহজে সংখ্যা মনে রাখতে পারতেন তিনি। তাঁর বাবার সার্কাস কোম্পানি ছিল। সেইপ কোম্পানি বন্ধ করে মেয়েকে নিয়ে রোড শো শুরু করেন বাবা। মুখে মুখে হিসাব করে নিজের প্রতিভা দেখাতেন শকুন্তলা দেবী। ১৯৪৪ সালে বাবার সঙ্গে লন্ডল যান শকুন্তলা। মাত্র ছয় বছর বয়সে পাটিগণিতের দক্ষতা প্রমাণ করে তিনি। এমনকী বলা হত কম্পিউটারের থেকে তাড়াতাড়ি অঙ্ক সমাধান করতে পারেন শকুন্তলা দেবী।

১৯৮২ সালে গিনেজ বুকে রেকর্ড গড়েন শকুন্তলা দেবী।শকুন্তলা দেবী দুটি ১৩ অঙ্কের সংখ্যা মুখে মুখে গুণ করতে পারতেন। তাও মাত্র ২৮ সেকেন্ডে। অঙ্ক সমাধানের পাশাপাশি বইও লিখেছেন তিনি। ভারতে সমকামিতা নিয়ে প্রথম বই লিখেছিলেন শকুন্তলা দেবী। এছাড়াও জ্যোতিষশাস্ত্র নিয়েও তাঁর লেখা কয়েকটি বই রয়েছে। রান্না সম্পর্কেও তিনি কয়েকটি বই লিখেছিলেন। ২০১৩ সালে ২১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version