দেশে নিষিদ্ধ আরও চার চিনা অ্যাপ

ভারতে ফের নিষিদ্ধ হল চিনা অ্যাপ। কিছুদিন আগেই ৫৯টি চিনা অ্যাপ ব্লক করে ভারত সরকার। আরও একবার নিরাপত্তার কারণেই দেশে নিষিদ্ধ করা হলো ৪ টি অ্যাপ।

নতুন নির্দেশে Helo Lite, ShareIt Lite, Bigo Lite এবং VFY Lite ভারতে নিষিদ্ধ হল। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে মূল অ্যাপগুলি নিষিদ্ধ হলেও পরে জানা যায়, ওই অ্যাপ গুলির লাইট ভার্সন দেশে কাজ করছে। সেই কারণেই এবার সেগুলির জন্য আলাদা করে নিষেধাজ্ঞা জারি করা হল।

ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রক সব চিনা অ্যাপের সংস্থাগুলিকে সতর্ক করে বলেছে, দেশে সরকারি নির্দেশ অমান্য করে এই অ্যাপগুলি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে চালানোর চেষ্টা করলে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ।

Previous articleচিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, লাল সতর্কতা জারি জিনজিয়াং-এ
Next articleBreaking : সাপ্তাহিক লকডাউনে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর