Wednesday, August 27, 2025

কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে যোগ না দিয়েই শহরে ফিরলেন মুকুল! কী বললেন তিনি?

Date:

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর বাংলা দখলের যে স্বপ্ন গেরুয়া শিবির দেখছে, তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে দিল্লিতে গত বুধবার তিনদিনব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক চলছে বিজেপির। একুশের নির্বাচনের ব্লু-প্রিন্ট তৈরিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

যে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহারা হাজির ছিলেন, কিন্তু প্রথমদিন উপস্থিত থাকলেও তারপর থেকে আর দেখা যায়নি বিজেপির “ভোট ম্যানেজার” মুকুল রায়কে। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। মুকুলের গরহাজির নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, করোনা থেকে দূরে থাকতেই নাকি বৈঠকে আসেননি মুকুল এবং তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন।

কিন্তু কারণ কী সেটাই? এবার নিজেই মুখ খুললেন মুকুল রায়। আজ, শনিবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে মুকুল জানান, তাঁর চোখের সমস্যা রয়েছে। চিকিৎসা চলছে। ইনজেকশন নেওয়ার রয়েছে, তাই তিনি ফিরে এসেছেন। তবে বুধবার প্রথম দিনের বৈঠকে তিনি ছিলেন।

এদিকে দিল্লির বৈঠকে তাঁর না থাকা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে মুকুল রায় দাবি করেন, এ ক্ষেত্রে তাঁকে নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যকে মিডিয়া অপব্যাখ্যা করছে। আজগুবি গল্প বানাচ্ছে। তিনি চোখের জন্য ইনজেকশন নিতেই শহরে ফিরেছেন, অন্য কারণ খোঁজা বোকামি। এদিন বিমানবন্দরে মুকুল রায়ের চোখেও কালো চশমা ছিল।

কিন্তু মুকুল যাই বলুন না কেন, এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠক ফেলে মাঝপথে তাঁর শহরে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা-গুঞ্জন শেষ হচ্ছে না।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version