রাজস্থানে সরকার ফেলার চেষ্টা হচ্ছে, তোপ রাহুলের

রাজস্থানে কংগ্রেস বনাম কংগ্রেসের দ্বন্দ্ব এবং তার ফলে উদ্ভুত নজিরবিহীন সংকটে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে রাজস্থান ইস্যু। এই পরিস্থিতিতে এই প্রথম রাজস্থানের সংকট নিয়ে মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সাংসদ রাহুল গান্ধী। এই মরুরাজ্যে বিজেপি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাহুল। তাঁর বক্তব্য, রাজ্যপালের উচিত এখনই বিধানসভা ডেকে অাস্থা ভোট করানো। কারণ বিজেপি রাজস্থানের সরকারকে ফেলার চক্রান্ত করছে। মানুষের গণতান্ত্রিক মতামতকে উপেক্ষা করে সরকারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

এদিকে শুক্রবার রাজস্থান হাইকোর্টে পাইলট শিবিরের স্বস্তি মেলার পর রাজভবনে গিয়ে রাজ্যপাল কালরাজ মিশ্রর সঙ্গে দেখা করে দ্রুত বিধানসভার অধিবেশন ডাকার দাবি তোলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যপালের উপর চাপ তৈরির চেষ্টা হচ্ছে যাতে তিনি বিধানসভার অধিবেশন না ডাকেন। সরকারে অস্থিরতা জিইয়ে রাখাই এর উদ্দেশ্য। বিধানসভায় তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চান বলে জানান মুখ্যমন্ত্রী। এরপর গেহলট শিবিরের বিধায়করা বিধানসভার অধিবেশন ডাকার দাবিতে বহুক্ষণ রাজভবনের লনে বসে শ্লোগান ও ধরনা দেন।