Thursday, November 13, 2025

দিল্লি যাচ্ছেন না, বিজেপির ভার্চুয়াল বৈঠকে থাকা নিয়েও শোভন দ্বিধায়, কেন?

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি দিল্লির বৈঠকে থাকছেন? সময় যত এগোচ্ছে, ততই এ নিয়ে প্রশ্ন চিহ্ন বড় হচ্ছে।

বিজেপিতে যোগ দেওয়ার প্রায় এক বছর পর শোভনের দিল্লির বৈঠকে যাওয়ার সম্ভাবনা জেগেছিল। মনে করা হচ্ছিল ফের সক্রিয় হবেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দিল্লি আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। বিধানসভা ভোটের সঙ্গে পুর ভোটের প্রস্তুতিও সেরে ফেলতে চাইছে বিজেপি। আর এক্ষেত্রে শোভনের দীর্ঘ তিন দশকের বেশি পুর-অভিজ্ঞতা যে কাজে লাগাতে চায় বিজেপি, সেটাও পরিষ্কার হয়ে যায়। কথা ছিল ২৬জুলাই শোভন দিল্লি গিয়ে বৈঠকে যোগ দেবেন। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে শোভন দিল্লি যাওয়ার পরিকল্পনা বাতিল করে ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে চান। রাজিও হয়ে যান বিজেপি নেতৃত্ব। কিন্তু এরমাঝে দিল্লিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে যার পর নাই অসম্মানিত এবং অসন্তুষ্ট শোভন-বৈশাখী। বৃহস্পতিবার দিলীপ দিল্লিতে বলেন, ‘শোভনবাবুকে ডাকা হয়েছে কিনা জানি না। দলের যে বৈঠক চলছে, তাতে তিনি এলিজিবল নন। এখন তিনি দায়িত্ব নিয়ে এবং সক্রিয়ভাবে কাজ করতে চাইলে তো ভালই হবে। এই কথার মধ্যে কোথাও একটা তাচ্ছিল্যের সুর ধরা পড়েছে। সাড়ে তিন দশকের পোড় খাওয়া রাজনীতিবিদ শোভন তাই ভার্চুয়াল বৈঠকেও যোগ দেওয়ার ব্যাপারে মনস্থির করেননি। ‘না’-এর দিকেই হেলে রয়েছেন। এর মাঝে দিল্লি থেকে কোনও অতিসক্রিয়তা তৈরি না হলে শোভন সম্ভবত নিজেকে বিজেপি থেকে সরিয়েই রাখছেন, যেভাবে শেষ এক বছর রেখেছিলেন।

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...