রাজস্থান সংকট নিয়ে হওয়া মামলায় শেষ মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে তৃতীয় পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত করার আর্জি গ্রহণ করেছে হাইকোর্ট। ফলে শুক্রবার সকালে মামলার রায় ঘোষণার কথা থাকলেও তা করা হয়নি। কারণ এখন এই মামলায় কেন্দ্রের বক্তব্য শোনা বাকি। এরপরই রাজস্থান হাইকোর্ট জানিয়ে দেয় যে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে হবে। অর্থাৎ এখনই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার। হাইকোর্টের এই নির্দেশে ফের স্বস্তি পাইলট শিবিরে। অন্যদিকে প্রবল চাপে গেহলট শিবির।
