কোভিড সেন্টারে নাবালিকাকে যৌন হেনস্থা, অভিযুক্ত ভাইরাস রোগী গ্রেফতার  

এবার কোভিড কেয়ার সেন্টারে ঘটল যৌন হেনস্থার ঘটনা। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ভাইরাস আক্রান্ত এক যুবককে । দক্ষিণ দিল্লির একটি কোভিড কেয়ার সেন্টারে এই ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে, এই সেন্টারে চিকিৎসাধীন ১৪ বছর বয়সী এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে ভাইরাস পজেটিভ এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে পকসো আইনে একটি এফআইআর দায়ের করা হয় এবং যৌন নির্যাতনে অভিযুক্ত এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। কিছুদিন আগে ভাইরাস পজিটিভ হিসাবে ধরা পড়ায় তাঁদের ওই কেয়ার সেন্টারে রেখে চিকিৎসা করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই হেনস্থার ঘটনাটি মোবাইলে ভিডিও তুলছিল।

দিল্লি পুলিশ জানিয়েছে যে, গত ১৫ জুলাই রাতে ওই নাবালিকা যখন শৌচাগারে যায় তখন তার ওপর হামলা করে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্ত দিল্লির একটি বস্তির বাসিন্দা। দিন কয়েক আগেই ভাইরাস পজিটিভ হয়ে তারা এই কেয়ার সেন্টারে ভর্তি হয়।