সোমেন স্থিতিশীল, সংবাদমাধ্যমকে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর আর্জি পুত্র রোহনের

সম্প্রতি বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এমনটাই জানিয়েছেন, সোমেন মিত্রের পুত্র তথা কংগ্রেস নেতা রোহন মিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতির শারীরিক অবস্থা সম্পর্কে রোহন মিত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, কিডনির সমস্যাজনিত কারণে বেলভিউ হাসপাতালে সোমেনবাবুর ডায়লাসিস চলছে এবং চিকিৎসায় দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে। তিনি এখন ভালোই আছে।

প্রসঙ্গত, বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সোমেন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশিত হয়েছে। তিনি অত্যন্ত সঙ্কটজনক বলেও প্রচার চালানো হচ্ছে কোনও কোনও মাধ্যম থেকে। কিন্তু গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন রোহন মিত্র। এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা বলে দাবি করেছেন রোহন। তিনি সংবাদমাধ্যমের কাছে সোমেন মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে বাজার গরম করার জন্য অহেতুক বিভ্রান্তিকর খবর পরিবেশন না করার আবেদন জানিয়েছেন।