মহামারি আবহে চাকরিপ্রার্থীদের পাশে রাজ্য সরকার

দেশজুড়ে মহামারির দাপট অব্যাহত। বিভিন্ন সংস্থা কর্মী ছাঁটাই থেকে বেতন হ্রাস করার কাজে নেমেছে। এমনকী কেন্দ্রীয় সরকার কর্মীর সংকোচনের পথে নেমেছে। এই অবস্থায় চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ জানাল পিএসসি।

আগামী ২৭ সেপ্টেম্বর হবে ২০১৯ সালের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা। তবে চূড়ান্ত তারিখ, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে।পিএসসি ক্লার্কশিপের প্রাথমিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ৩ হাজার শূন্যপদে নিয়োগ হবে। পিএসসি সূত্রে খবর বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেই শূন্যপদ বাড়ানো হবে। চলতি বছর ২৫ জানুয়ারি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা হয়েছিল। শুক্রবার প্রকাশিত হয়েছে পার্ট ওয়ান পরীক্ষার ফলাফল। সব মিলিয়ে ৬৫ হাজার চাকরিপ্রার্থী পাশ করেছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন বলেন, “এই কঠিন পরিস্থিতিতেও চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো দেখাচ্ছে সরকার।”

Previous article“ইন্ডাস্ট্রিতে একটি গ্যাং আমাকে কোণঠাসা করেছে”: বিস্ফোরক এ আর রহমান
Next articleবাইপাসের ঘটনায় বেআব্রু পুলিশ, পুলিশের বিরুদ্ধে পুলিশের প্রকাশ্য বিস্ফোরণ