বিধ্বংসী আগুনে পুড়ে ছাই টায়ারের গোডাউন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল টায়ারের গোডাউন। ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার।
বিষ্ণুপুর থানার আমতলা ইমলির মার্কেটের ঘটনা। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয় দমকল কর্মীদের।

এলাকায় প্রায় ৫০টির মতো দোকান রয়েছে । ফলে আগুন ছড়িয়ে পড়ার ভয় ছিল। শনিবার মাঝরাতে আগুন লাগে টায়ারের গোডাউনটিতে । রবিবার ভোর পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ।

দমকল সূত্রে খবর, টায়ারের গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে।
এই আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকের দাবি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন এর সঠিক কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।