শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৪৮,৬৬১

দেশজুড়ে প্রতিদিন বিদ্যুৎ গতিতে বেড়ে চলেছে মারণ ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৪৮ হাজার ৬৬১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি, এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৭০৫ জন করোনা রোগীর। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৩২ হাজার ৬৩ জন রোগীর। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেগিয়েছেন ৮ লক্ষ ৮৫ হাজার ৫৭৭ জন।