উত্তর কোরিয়াকে ১০ মিলিয়ন ডলার চিকিৎসা সহায়তা ভারতের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে উত্তর কোরিয়াকে ১০ মিলিয়ন ডলার চিকিৎসা সহায়তা দিতে রাজি হয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা গিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ায় চিকিৎসা সামগ্রী সঙ্কটের ব্যাপারে ভারত অত্যন্ত সংবেদনশীল। সেই কারণে চিকিৎসা সহায়তার জন্য এক মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। আর সেই ওষুধগুলো যক্ষ্মা প্রতিরোধে ব্যবহার করা হবে।
জানা গিয়েছে, জাতিসংঘের যক্ষ্মা প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ভারতের দেওয়া ওষুধগুলো উত্তর কোরিয়াতে ব্যবহার করা হবে।
সরকারি সূত্রে খবর, “গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সঙ্কটময় পরিস্থিতিতে চিকিৎসাক্ষেত্রে সাহায্যের জন্য ভারত সরকার যক্ষ্মা প্রতিরোধের ওষুধ সহ ১০ মিলিয়ন ডলারের চিকিৎসার সরঞ্জাম সে দেশে রফতানির সিদ্ধান্ত নিয়েছে।”

Previous articleআজও কণাদের বাড়ি, ঘর, বিছানা একইরকম আছে…
Next articleলকডাউনের মধ্যে আসা ৫ স্পেশাল ট্রেনের যাত্রীদের পৌঁছাতে হাওড়া থেকে চলল ৮টি লোকাল ট্রেন!