সৌরভকে চান সাঙ্গাকারাও, লোধায় আটকালে সৌরভ নিশ্চিত আইসিসিতে!

সৌরভের সমর্থনে আরও এক বিশ্বখ্যাত ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ারের পর এবার শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হওয়ার পর আইসিসির চেয়ারম্যানের পদ ফাঁকা রয়েছে। নির্বাচনের আগেই নাম উঠেছে সৌরভের। স্মিথ, গাওয়ারের পর সঙ্গকারা। শ্রীলঙ্কার এই পৃথিবীর অন্যতম সেরা কিপার ব্যাটসম্যান বলছেন, সৌরভই এই পদে সেরা। কেন বলছি?

১. ওর মতো ক্রিকেট মস্তিষ্ক ক্রিকেটে বিরল। বিশ্ব ক্রিকেটের সন্ধিক্ষণে ওকে দরকার।

২. নেতাকে হতে হবে বিশ্বজনীন। আমি ভারত, শ্রীলঙ্কা না ইংল্যান্ড থেকে এসেছি সেটা বড় কথা নয়। আমাকে সব কিছুর ঊর্ধ্বে উঠে ক্রিকেটের জন্য ভাবতে হবে। সৌরভকে আমি দেখেছি সিএবি, বিসিসিআই আর এমসিসি কমিটিতে কাজ করতে। আমার মনে হয়েছে দিনের শেষে ওত ক্রিকেট হৃদয়ই শেষ কথা বলত।

৩. বিশ্ব ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে গেলে সৌরভকে আনতে হবে। ওর সাহস আছে, আর তা বাস্তবায়িত করার সিংহ হৃদয় আছে। আর স্বচ্ছ্বতার কারণে ওর বিরুদ্ধে কেউ আঙুল তুলতেও পারবে না।

সুপ্রিম কোর্টে লোধা কমিশনের নিয়মে সৌরিভকে যদি বিসিসিআই পদ ছাড়তে হয়, তাহলে আইসিসি চেয়ারম্যান যে বেহালার বাঙালি হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

Previous articleভাইরাস আক্রান্ত পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু
Next articleঅতিমারি পরিস্থিতি দেখতে রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় দল