সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার তলব করা হলো মহেশ ভাট। একইসঙ্গে করণ জোহরের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা। সূত্রের খবর, আগামি দিনে করণ জোহরকেও তলবের সম্ভাবনা আছে। অন্যদিকে সিমলা গিয়ে কঙ্গনা রানাউতের বয়ান রেকর্ড করার তোরজোর শুরু করেছে পুলিশ। রবিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, ” ৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। মহেশ ভাটের বয়ান রেকর্ড করা হবে দু একদিনের মধ্যে। করণ জোহরের ম্যানেজারকে ডাকা হয়েছে। কঙ্গনা রানাউতকে জিজ্ঞাসাবাদ করা হবে। ডাকা হতে পারে করণ জোহরকে।”
