শিবরাজের দ্রুত আরোগ্য চেয়েও খোঁচা কমল নাথের!

কোভিড পজিটিভ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশে এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়েই ট্যুইট করে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর পূর্বসূরি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তবে ৬১ বছরের শিবরাজের দ্রুত করোনামুক্তি চেয়েও ট্যুইটে তাঁকে খোঁচা দেওয়ার সুযোগও হাতছাড়া করেননি কংগ্রেস নেতা কমল। তিনি বলেছেন, শুরু থেকে এই ভাইরাসের বিপদ সম্পর্কে সিরিয়াস থাকলে এবং প্রটোকল মেনে চললে আজ তিনি নিজেও আক্রান্ত হতেন না। তা না করে তিনি করোনার বিপদকে বরাবর লঘু করে দেখিয়েছেন। বলেছেন, একে ভয় পেয়ে লাভ নেই। এটা এমন কোনও বড় সমস্যা নয়। কমল নাথের কথায়, সংক্রমণের প্রথম পর্যায়ে যখন রাজ্যে কংগ্রেস সরকার ছিল তখন আমরা ভাইরাসের বিপদ সম্পর্কে সচেতন করার পাশাপাশি রাজ্যে সমস্ত নিয়ম কড়াভাবে মেনে চলছিলাম। অথচ তিনি তখন বলেছিলেন আমরা নাকি সরকার পড়ে যাওয়ার ভয়ে ভাইরাসকে হাতিয়ার করছি! তখন যদি তিনি করোনার বিপদকে হাল্কাভাবে না নিতেন তাহলে আজ এই দিন আসত না। যাই হোক, আমি ঈশ্বরের কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করি।