চিনের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক জোটে অংশ নেবে না রাশিয়া। একথা স্পষ্ট জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কারণ হিসেবে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তাঁর বক্তব্য, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে নিজেদের সম্পর্ক মজবুত করেছে। রাশিয়া সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে অন্যান্য জোটে অংশ নিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চিনের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠন করার ডাক দিয়েছেন। বিশ্বের সব স্বাধীনচেতা দেশকে চিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর উত্তরে এই জবাব দিল রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাখা রোভা বলেন, পম্পেওর এই আহ্বান চিনের জনগণ, দেশের সার্বভৌমত্ব ও সামাজিক, রাজনৈতিক ব্যবস্থাকে অবমাননা করে।