বাড়ছে জল্পনা, হাসিনার কাছে কাশ্মীর প্রসঙ্গ টেনে কী বোঝাতে চাইলেন ইমরান

বাড়লো কূটনৈতিক জল্পনা। দ্বিতীয়বার ১৫ মিনিটের ফোনালাপ হলো পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে ইমরান খান কাশ্মীর ইস্যু তুলেছেন। এই বিষয় সম্পর্কে পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গেলেও বাংলাদেশ সংবাদ সংস্থা এ বিষয়ে কিছুই জানায়নি।

পাক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইমরান খান জম্মু ও কাশ্মীরের গুরুতর অবস্থা নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন শেখ হাসিনার কাছে। এছাড়াও সার্ক নিয়েও আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর।

ইমরান খান সার্কের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি ও উন্নয়ন অর্জনের জন্য কাজ করতে পারে। আলোচনায় বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবিলার বিষয়টি হাসিনার কাছে জানতে চান ইমরান। এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা ভাইরাসের বিস্তার রোধে তাঁর সরকারের পদক্ষেপ ইমরান খানকে বিস্তারিতভাবে জানান।

Previous articleকারখানা বেচে দেওয়াই উচিত,শিল্প চালানো সরকারের কাজ নয় , ট্যুইট তথাগত রায়ের
Next articleআজও কণাদের বাড়ি, ঘর, বিছানা একইরকম আছে…