স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক জেনে ফেলায় যুবক খুন!

প্রতীকী ছবি

স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক জেনে ফেলায় এক যুবককে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত দাদপুর অঞ্চল পাড়ায় ‌। মৃতের নাম আনোয়ার শেখ। সোমবার, সকালে তাঁর বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়। মৃতের আত্মীয়ের অভিযোগ, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলার কারণেই আনোয়ারকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনায় মৃতের স্ত্রী-সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।