Monday, November 10, 2025

রিয়েল লাইফে তিনি আর নেই। তবুও রিল লাইফে তিনি আছেন। সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায় শুক্রবার। শেষবার সুশান্তের অভিনয় দেখতে দর্শকরা ভিড় জমিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্ম ডিসনি হটস্টারে। আর এদিনই সব রেকর্ড ভেঙে গেল। আইএমডিবি অনুযায়ী রেটিং পায় ৯.৮।আইএমডিবি – র প্রথম দশটি সিনেমার এক নম্বরে উঠে এল এই ছবি।

জীবনকে উপভোগ করার পাঠ রয়েছে গল্পে। এই পাঠ যিনি দিয়েছেন সিনেমার পর্দায় সেই ম্যানি মাত্র ২৪ বছর বয়সে আচমকাই তিনিই চলে গিয়েছেন। আর এই চলে যাওয়াই বাস্তবের সঙ্গে মেলাতে পেরেছেন দর্শকরা। ছবিতে ম্যানির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ছবির নায়িকা কিজিকে বেঁচে থাকার সাহস জুগিয়েছেন তিনি। গল্পে রয়েছে, নায়িকার থাইরয়েড ক্যানসার। তাঁকে সর্বক্ষণ অক্সিজেন সিলিন্ডার বয়ে বেড়াতে হয়। কিজির মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।

আইএমডিবি অনুযায়ী, দ্বিতীয় স্থানে আছে কমল হাসান এবং আর মাধবন অভিনীত তামিল ছবি আনবে সিভাম। তৃতীয় স্থানে নায়াকন এবং চতুর্থ স্থানে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে সিনেমার বিষয়বস্তুর পাশাপাশি সুশান্তের প্রতি দর্শকদের আবেগ সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে পরিচালকের দক্ষতাও প্রশংসা কুড়িয়েছে। পড়িছ মুকেশ ছাবরার প্রথম ছবি দিল বেচারা। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “এটা যদি মুকেশের প্রথম ছবি হয় পরেরটা কী হবে?”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version