Wednesday, May 7, 2025

রিয়েল লাইফে তিনি আর নেই। তবুও রিল লাইফে তিনি আছেন। সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায় শুক্রবার। শেষবার সুশান্তের অভিনয় দেখতে দর্শকরা ভিড় জমিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্ম ডিসনি হটস্টারে। আর এদিনই সব রেকর্ড ভেঙে গেল। আইএমডিবি অনুযায়ী রেটিং পায় ৯.৮।আইএমডিবি – র প্রথম দশটি সিনেমার এক নম্বরে উঠে এল এই ছবি।

জীবনকে উপভোগ করার পাঠ রয়েছে গল্পে। এই পাঠ যিনি দিয়েছেন সিনেমার পর্দায় সেই ম্যানি মাত্র ২৪ বছর বয়সে আচমকাই তিনিই চলে গিয়েছেন। আর এই চলে যাওয়াই বাস্তবের সঙ্গে মেলাতে পেরেছেন দর্শকরা। ছবিতে ম্যানির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ছবির নায়িকা কিজিকে বেঁচে থাকার সাহস জুগিয়েছেন তিনি। গল্পে রয়েছে, নায়িকার থাইরয়েড ক্যানসার। তাঁকে সর্বক্ষণ অক্সিজেন সিলিন্ডার বয়ে বেড়াতে হয়। কিজির মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।

আইএমডিবি অনুযায়ী, দ্বিতীয় স্থানে আছে কমল হাসান এবং আর মাধবন অভিনীত তামিল ছবি আনবে সিভাম। তৃতীয় স্থানে নায়াকন এবং চতুর্থ স্থানে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে সিনেমার বিষয়বস্তুর পাশাপাশি সুশান্তের প্রতি দর্শকদের আবেগ সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে পরিচালকের দক্ষতাও প্রশংসা কুড়িয়েছে। পড়িছ মুকেশ ছাবরার প্রথম ছবি দিল বেচারা। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “এটা যদি মুকেশের প্রথম ছবি হয় পরেরটা কী হবে?”

Related articles

১ মহিলা নেত্রীসহ ১৫ মাওবাদী নিধন, ছত্তিশগড়ে সাফল্য যৌথবাহিনীর

দেশের ভিতরে ও বাইরে বিচ্ছিন্নতাবাদী শক্তি নিধনে বুধবার বড় সাফল্য ভারতীয় সেনার। একদিকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে...

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই...

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...
Exit mobile version