Wednesday, December 17, 2025

হাসপাতাল থেকে পলাতক ভাইরাস আক্রান্ত রোগী, দেহ উদ্ধার হল ঝোপ থেকে!

Date:

Share post:

সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বাগবাড়ি হাসপাতালে গাফিলতি অভিযোগ করেছিলেন ওই প্রৌঢ় । এরপর সংক্রমণ নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। তার একদিন পর ওই হাসপাতাল থেকে ৫০০ মিটার দূরে একটি ঝোপে উদ্ধার হয় রোগীর দেহ। প্রয়াগরাজের এই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, কোভিড ওয়ার্ডে রোগী নিগ্রহের শিকার হয়েছিলেন। তাই পালাতে বাধ্য হয়েছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কতৃপক্ষ।

সিসিটিভিতে ধরা পড়েছে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন ওই রোগী।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি স্বরূপরানী নেহরু হাসপাতালের লেভেল-৩ কোভিড ইউনিটে ভর্তি হয়েছিলেন। শুক্রবার উপসর্গ নিয়ে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এদিকে, পরিবারের তরফে তোলা অভিযোগের সত্যতা বিচারে একটা অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেই ক্লিপে শোনা গিয়েছে, রোগী শারীরিক সমস্যা নিয়ে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের কাছে দরবার করলেও, কেউ তাঁকে পাত্তা দেয়নি। ওই প্রৌঢ়কে বলতে শোনা গিয়েছে, “আমার মুখ শুকিয়ে গিয়েছিল। ভেন্টিলেটরের জন্য দমবন্ধ লাগছিল। উপস্থিত কয়েকজনকে সাহায্যের জন্য বলেছি, কেউ কথা কানে তোলেননি।”
অন্যদিকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। তাতে দেখা গিয়েছে, শনিবার বিকেল ৪.৩০টা নাগাদ সেই হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। ঠিক তার ত্রিশ সেকেন্ড পরেই কয়েকজনকে তাঁর পিছনে দৌড়তে দেখা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তরফে বলা হয়েছে, সেই রোগীর পিছনে যাঁরা দৌড়েছিলেন তাঁরা হাসপাতালের কর্মী। তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন।
হাসপাতালের প্রধান চিকিৎসক এসপি সিং জানিয়েছেন, রোগীর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। ওর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল। কিন্তু হঠাৎ তিনি ওয়ার্ড ছেড়ে পালান। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

spot_img

Related articles

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...