দুই বঙ্গের বর্ষার আগমন একসঙ্গে হলেও রীতিমত বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আগামী ৭২ ঘণ্টা অতিভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার ও শিলিগুড়িতে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় ৭৫.৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। স্টেশন বাজার-সহ বিস্তীর্ণ এলাকা জলে ডুবে গিয়েছে। রাস্তার দু’পাশে দোকান এবং বাড়ির ভিতরে থৈ থৈ করছে জল। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে ফুলেফেঁপে উঠেছে মহানন্দা, বালাসন, পঞ্চনই নদী।