Friday, May 16, 2025

নিষেধ উপেক্ষা করে বলিউড তারকারা পাক আইএসআই এজেন্টদের অনুষ্ঠানে!

Date:

বলিউডে ছোবল মারা শুরু পাকিস্তানের আইএসআই এজেন্টদের। এবার এই আইএসআই এজেন্টরা পাকিস্তানি গায়ক কিংবা ইভেন্ট অর্গানাইজরের বেশে বলিউডে ঢুকে পড়েছে। এই ধরণের কমপক্ষে ১৫-২০ জন এজেন্টকে চিহ্নিত করা হয়েছে নয়া দিল্লির সর্বোচ্চ পর্যায় থেকে। কিন্তু আশঙ্কার কথা হলো, তাতেও ঘুম ভাঙেনি তারকা মহলে। লুকিয়ে চুরিয়ে নানা বাহানা দিয়ে এইসব সন্দেহভাজন পাক এজেন্টদের সঙ্গে বলিউডের তারকারা সম্পর্ক রেখে চলেছেন। আর তাতে ব্যাপক চটেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলি। তারা স্পষ্টভাবে তারকাদের জানিয়ে।দিয়েছে, এখনই এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ না করলে এই তারকাদের নাম প্রকাশ্যে আনা হবে। তারপরের পরিস্থিতি সামলাবেন তাঁরা।

একটি সর্বভারতীয় চ্যানেলের খবর, বেশ কিছু বলিউডের তারকা আমেরিকা বা কানাডায় অনুষ্ঠান করছেন। এই অনুষ্ঠানগুলির আয়োজক কোনও ব্যক্তি কিংবা পাকিস্তানের শিল্পীরা। একের পর এক অনুষ্ঠানের কারণে দিল্লির সর্বোচ্চ মহল থেকে ওইসব শিল্পীদের ১৫ জনের নামের তালিকা দিয়ে বলা হয়েছে, এরা উত্তর আমেরিকায় পাক এজেন্ট হিসাবে কাজ করছে। এখনই এদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারকারা এবার প্রকাশ্যে এদের সঙ্গে কাজ না করে ঘুর পথে অনৈতিকভাবে তাদের সঙ্গে কাজ করে চলেছে। ভারতের বিভিন্ন এজেন্সির উদ্বেগের কারণে মার্কিন ও কানাডা সরকার সেইসব ব্যক্তি ও সংস্থার তালিকা তৈরি শুরু করেছে, যাদের সঙ্গে আইএসআইয়ের যোগাযোগ রয়েছে। এই তালিকা সেইসব দেশের নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনে তাদের নামও প্রকাশ্যে আনা হবে।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version